শুরু হলো পবিত্র মাহে রমজান,, ও সিয়াম সাধনার মাস

প্রতিবছরের মতো ফিরে এল পবিত্র মাহে রমজান। সংযমচর্চার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন ও মহান আল্লাহপাকের অনুগ্রহ লাভের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনার মধ্য দিয়ে।
পবিত্র রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরের তরুণ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী মুসলিম উম্মাহকে পবিত্র মাহে রমজান উপলক্ষে  আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।  তিনি
দিনের বেলা পানাহার থেকে বিরত থাকা ছাড়াও জাগতিক মোহ, কাম, ক্রোধ, লোভ-লালসা দমন করে আত্মশুদ্ধির সাধনা চলবে পুরো রমজান মাসে। রোজা রাখার পাশাপাশি সাধ্যমতো দান-খয়রাত ও বেশি বেশি নফল ইবাদতের মধ্য দিয়ে ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই মাসের দিনগুলো অতিবাহিত করবেন মুসল্লিরা।
রহমত ও বরকতের দিক দিয়ে রমজান মাস বছরের অন্য ১১ মাস থেকে ভিন্ন। এ সম্পর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, রমজান মাসের প্রথমাংশে রহমত, দ্বিতীয়াংশে মাগফিরাত অর্থাৎ ক্ষমা আর তৃতীয়াংশে নাজাত তথা দোজখ থেকে মুক্তি।
প্রসঙ্গত, আজ সৌদি আরব সহ আরব আমিরাতে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান এবং আজ  সারা দেশে পবিত্র পালিত হবে পবিত্র মাহে রমজান।
মুহাম্মদ নাসির উদ্দীন বলেন পবিত্র মাহে  রমজান উপলক্ষে  বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস। তিনি আশা প্রকাশ করেন, রমজানের মহান শিক্ষা সমাজের সর্বস্তরে ও সবার মাঝে প্রতিফলিত হবে।
ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে এ মাসের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘হিংসা-বিভেদ, অন্যায়-অবিচার, লোভ-লালসাসহ সব ধরনের পাপকাজ থেকে বিরত থাকার মহান শিক্ষা দেয় রমজান। এ শিক্ষাকে ধারণ করে নিজেদের পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের ব্রতী হতে হবে।’